“আমার কবিতা”
✍ – কলমে- জয়দীপ রায়চৌধুরী
ডিএ-২,সেক্টর-১,সল্টলেক, কলকাতা-৭০০০৬৪
আমার কবিতা উর্বরা ধরিত্রীর
পানে তাকিয়ে ,
যেখানে বৃষ্টির ধারায় স্নাত
ক্ষেতের সতেজ সবুজ ফসল ।
সবুজায়ন হয় যেখানে আজও
আমার কবিতার নাম আবার
বাঁধ ভাঙা উচ্ছাস ,
কখনও বা
বাঁধ ভাঙা নদীর জল হয়ে
ধরার বুকে নাব্যতা আনে ।
আমার কবিতায় রুক্ষতা নেই
বরং আছে কোমলতা,নম্রতা
এর পবিত্রতা আজও
ধরিত্রীর স্নিগ্ধ শান্তির
আবহ সৃষ্টির উৎস।
আমার কবিতা পড়ে
কেউ উপহাস করে না
বরং শীতল স্পর্শ পেতে চায়
তার ছায়ায় ।
আমার কবিতায় প্রতিনিয়ত
প্রতিধ্বনিত
চির নূতনের জয়গান। ।
……………………………………………………………………………………………………