কবিতা- বৃক্ষ শূন্যে হাপর চুপ

কলমে – শ্রী স্বপন কুমার দাস

 (গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম)

বৃক্ষ শূন্য পৃথিবীর রূপ

ভূতল শূন্য পানীয় জল,

শ্বাস প্রশ্বাস হাপর চুপ

পরিবেশ দিবস মাশুল।

নর পাপে মরে পশুপাখি

মরছে সাগর তলে মীন,

অতি লোভী নরের উঁকি

পৃথিবী ধ্বংসের গুনে দিন।

ওরে! ওরে! ওরে নরাধম

কলুষিত করিস নারে মন,

শোন বলিরে তোরে অধম

সবুজ বাঁচা বাঁচবে জীবন।

সুন্দর এই পৃথিবীর বুকে

আছে এখনো অনেক বেঁচে,

স্বস্তির নিঃশ্বাস শান্তি টাকে

নিস নারে এমন করে চেঁছে!!

Loading