কবিতা – দুই ভাই
কলমে – করুণা দেবনাথ
গ্রাম-জামবুরা, পো- খোয়াই কোর্ট, জেলা – খোয়াই, রাজ্য-ত্রিপুরা-৭৯৯২০২
……………………..
রাম শ্যাম দুই ভাই কৃষি কাজ করে
রাত ভোর মাথে নিয়ে করে হাল চাষ
রাম বলে আমি ব্যস্ত যাও টানো রাশ
শ্যাম বলে সত্য যথা কভু নাহি পরে।।
খরা যেন বিষ ঢালে রোদে তাপে শেষ
ধান পুরে ছাঁই যত কাঁদে কৃষ দল
বৃষ্টি নেই বাড়ে কিসে কোথা পাবে জল
তাও মোরা ভাগ্য মেনে আছি সবে বেশ।।
রাম বলে হাত খালি খাবো কোথা থেকে
মনে প্রাণে চাই মেঘ জল খুঁজি তাই
ধান গম নানা শস্য সব তাজা চাই
ভালো থাকা মনো কোণে কাজ করি পেঁকে।।