কাজী নজরুল ইসলাম

কলমে- করুণা দেবনাথ

জাম্বুরা খোয়াই ত্রিপুরা

 

ক=কখনো ভুলার নয় বিদ্রোহী কবি

 কাজী নজরুল ইসলাম

শৈশবেই এঁকেছিলাম আঁখি পটে

এ হৃদয়ে তোমার ছবি।

**********

জ##জন্মেছিলে 25মে 1899 সালে

পিতা কাজী ফকির আহমেদ ও

মাতা  জাহেদা খাতুনের কোলে।

দুখুমিঞা নামে ভূষিত হলে

পিতার অকাল প্রয়ানের ফলে।

***********

ন## নবরুপে  জাগিলে ‘ জাগালে’ দেখালে অঙুলী অন্যায় নয় ,হোক বিদ্রোহ ,হোক সত্যের সন্ধান,

 ধর্ম বর্ণের ঊর্ধ্বে।

নিষিদ্ধ হয়েছিল তোমার প্রিয় লেখা বিষের বাঁশি

কেননা এগুলো ছিলো তোমার একতার বিস্ফোরক

যা রচেছিলে স্বাধীনতার সময় কালে।

************

জ##জীবনকে পরখ করেছো সেই বছর ৯এ

যখন শুভ পথ ছিলোনা আলয়ে তোমার

সংসার অসারে কাধে তুলে নিলে পরিবার ভার।

*************

রু##রুটি বেঁচা ‘কথা লেখা’ করো একাকার

ছোট ছোট কথা লেখো! হলে প্রিয় সবাকার।

বছর দশের বালক শেখ চকর তব চালক।

রবি ঠাকুরের পরেই তুমি

নিয়েছো লভে এ পূর্ণ ভূমি।

এ বিশ্ব সাহিত্যের দরবারে’

নব রূপে এলে বাংলার ঘরে ঘরে।

আকাশে বাতাসে তুলে আলোড়ন

পণ করছো আমরন

চাই নিপীড়নে ক্ষেমা!

**********

ল## লোকগীতি প্রিয় তোমার গেলে লেটো দলে

    শিল্পি হলে,  নাট্যকার হলে  ,সাংবাদিক হলে ,

    হলে ধুমকেতু। হলে কল্লোল যুগের কবি।

লাঞ্চিত  বঞ্চিত শোষিতেরে করছো আপন,

দিয়েছো ভাষায় সম্মান সুখ,তুমিই হয়েছিলে

আপামরে উজ্জ্বল মুখ।।

***********

ই##ইসলাম ধর্ম কে করলে আভিজাত্ হলে ইসলামের চোখের মনি।

বাংলার ঘরে ঘরে তোমার ছবি দেবতা জ্ঞানে

 রয়েছো ভালোবাসার বাণী দানে।

তুমি রোমান্টিক কবি।যুবকের চোখের ধ্বনি

তোমার প্রতি কবিতায় ছিলো যৌবনের গন্ধ

স্পর্শ মেশানো অণুরনন অফুরান।

************

স##  সাম্য  স্বাধীনতার ত্রাহি ত্রাহি রবে

হলো চিরন্তন সত্য

আজো সমাজের ঘরে ঘরে রয়েছো ব্রাত্য ।

হলে সেনানী  বীর দর্পে ,সেখানেও কবিতার ছড়াছড়ি

সর্ব হারা,  সাম্যবাদী, ঝিঙেফুল,নির্ঝর ,এ হেন

কাব্যে রয়েছো

অমর চির যুবক হয়ে আজো।তোমার প্রিয় কাব্য সঞ্চিতা ভালোবাসার  সকাসে উৎসর্গ করেছিলে বিশ্বকবি

রবীন্দ্রনাথ ঠাকুরের তরে।।

*************

ল##লেখালেখিতে তোমার অদম্য উৎসাহ শক্তি’

জাগতিক জগতে সকলেতে খুঁজেছো শান্তি প্রীতি

আর ভালোবাসার ইমারত।

“যেখানে শুনালে তুমি,,

ভালোবাসার কোন অর্থ নেই

ভালোবাসার কোন পরিমাপ নেই।।

***********

ম##মানবতার কান্ডারী তুমি সাজিয়াছো

বীর অগ্নি বিপ্লবী

কবে, কে  ,  কোথা পাইবে দরদী এমন ?

অনশনে করেছিলে হিংস্র ব্রিটিশের দমন।।

শত সহস্র বার প্রণমী তোমায়

বিদ্রোহী কবি করিগো নমণ।।

Loading