ও মাগো ললাটেশ্বরী
✍️ – কলমে : শ্রী স্বপন কুমার দাস
[গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম]
ও মাগো ললাটেশ্বরী,
জগৎ জননী ভারত মাতা।
ঐ যে ধবধবে,
দাড়িওয়ালা লোকটি বুঝি!
আমাদের সবার দাদুভাই,
তোর মাগো সে ধর্ম পিতা?
অশ্বমেধের ঘোড়া তার
যেখানে থমকে দাঁড়ায়!
সেখানেই শকুন ওড়ায়
গোলার সুখের ইঁদুর গুলোকে
আচ্ছাটি করে ভয় দেখায়!!
ও মাগো ললাটেশ্বরী,
জগৎ জননী ভারত মাতা।
বলনা মাগো তুই আমায়,
সত্যি কি সে তোর পিতা।
রাম রাজত্বের ত্রেতা যুগটা
সত্যিই কি এসেছে নেমে কলির শেষে।
নাকি শুধুই অনাচার অধর্মির ছল চতুরীপনা,
যুগের হাওয়া বইছে ধরণীর নিঃশ্বাসে?
ও মাগো ললাটেশ্বরী
জগৎ জননী ভারত লক্ষ্মী?
স্বচ্ছ অস্বচ্ছ সবই অন্ধকারে
ভুঁড়িওয়ালা লোকগুলো রবে উর্দ্ধে
আমরা কি রইব তাদের নীরব সাক্ষী??