ঢাকির ব্যাথা
✍ – কলমে- কল্যাণ কুমার সাউ
গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড,পিন:৮৩২৩০২
পুজোতে ঢাকির বদ্যি না বাজলে, পুজো হয়না সম্পূর্ণ,
ফুলের সজ্জা যাই থাক, মায়ের চরণে পদ্ম ছাড়া শুন্য।
শিউলি, অপরাজিতা, সুশোভীত সকলেই করেছে আলোয়,
প্রয়োজন রয়েছে তাতেও, মায়ের আয়োজনে তৃপ্ত হৃদয়।
সকলে কাটায় আনন্দের সুরে, বছরে চারটি দিন উল্লাসে,
বোঝেনা বেদনা কত রয়েছে, পরিবার দূরে রয়েছে বিষাদে।
টাকার অঙ্ক বড় জটিল, হিসেব হয়না কখনো সঠিক মিল,
কখনো মেলেনা উপার্জনে হিসাব, রয়েছে শুধুই গরমিল।
পুজোয় সবাই উল্লাসে মেতেছে, ঢাকি ঢাকের তাল বেঁধেছে,
ঢাকির ছোট্ট শিশুটি জেগে, মা গো বাবা কোথায় গেছে?
সবার বাবা মা প্যান্ডেলে আছে, নতুন বসনে দর্শনে আছে ,
বাড়িতে বসে আছি মা, আমাদের পুজো কোথায় হয়েছে?
মায়ের গলায় রুদ্ধস্বর, আমাদের নেই কোনো পুজো পার্বন,
বাবা কাল আসবে ফিরে, কিনবো জামা তোমার মতন।
তারপরেতে বেড়াতে যাবো, পুকুর পাড়ে দেখতে ভাষান,
আমাদের মা দেখবে ফিরে, তোরও থাকবে না অভিমান।
মায়ের চোখে অশ্রু জল, এক মা বলেন বিদায় হলো চল,
অপর মায়ের হৃদয় কাঁদে, ফিরবে কবে প্রাণের ঢাকির দল।
সাথে পুজো দেখবে কবে, ভাগ্যে জোটে কেবা জানে বল,
মায়ের পুজোয় কাছে থেকে, বাজায় ঢাকি বদ্যি বিহ্বল ।।
……………………………………………………………………………………………………