ভালবাসা হীন
পো +গ্রাম = কলিগ্রাম, জেলা-মালদা
নোঙর বাঁধা ঘাটে রোদ আসে না তেমন
ঠিক যেমন, ভালবাসাহীন এ মন।
হীম বাতাসে ভারাক্রান্ত নদী
দেখতে অবিকল ধ্রুব তারার মতন।
খোঁপা হতে খসে পড়ে ফুল
চমকে নাই দমক;
এ পারে জমানো যত ব্যথা
কাঁটাতারে ভাসা’ভাসা,,,
কৃষ্ণা গদাবরীর গর্ভে উথলে ওঠা ঢেউ।
পার ভাঙা রিক্ত আশা
নিথর নিঃসঙ্গ আকাশ
সে গর্জায় না বর্ষায় না
মাটির বুকে খোঁজে কঙ্কন,কানপাশা,,,
বাঁচাবার মতো নেই কেউ।
ত্রাহি ত্রাহি রব তুলে মাঝে মাঝে বলে
ওওও মাঝি তুমি কোথায়?
প্রতি প্রহরে নিস্পন্দ কেন? ফুলহীন শূন্য বাগান!
বিশ্বাস কর মাঝি তুমি হীনা আমি
যে একদম একা।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-