বেশ্যা

রচনা – নুপুর নন্দী

308 / শ্যামনগর রোড, কলকাতা-55

মা ছিলেন বেশ্যা লয়ে

                     জন্ম‌ হলো আমার ।

বাবার পরিচয় না পেয়ে

                হলাম আমি কাহার ?

পুরুষ জাতি শুধু শরীর চাই-

                   লালসার কুদৃষ্টিতে চেয়ে ,

জীবন যুদ্ধে লড়াই করে

                   সমাজের বুকে রয়ে ।

লোভী সমাজ আয়েশ করে

                     সিগারেটের ছেঁকা দেয় ।

ছটফট করি চিৎকার করি

                      অসহ্য যন্ত্রনায় ।

নগ্ন শরীর করিল দেহ

                   মালকিন নিল টাকা ।

পেট করে দিয়ে বাবু বলেন

                  ফেলে দিয়ে আয় বাচ্চাটা ।

ঘৃনার সমাজে থেকে আমি

                    ইজ্জত বিক্রি করি ।

একশো টাকার বিনিময়ে

             বেশ্যা পেলো  ডিগ্রী ।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading