শান্তি রায়চৌধুরী: প্রায় দেড় মাস পর আবার ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ। ২৩ ফেব্রুয়ারি থেকে কোভিড বিধি মেনে ফের ভক্তরা প্রবেশ করতে পারবেন মঠে। প্রবেশের সময় সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢোকা যাবে মঠে। তবে মঠে ভক্তরাএখনই আরতি দর্শন করতে পারবেন না। বিলি করা হবে না কোনও প্রসাদও।