নিজস্ব প্রতিনিধি: এপ্রিলের শেষ সপ্তাহে আইসিএসই ও আইএসসি-র  ফাইনাল সিমেস্টার। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু, শীঘ্রই জানানো হবে পরীক্ষাসূচি। ‘সিলেবাস শেষ না হলে আইসিএসই ও আইএসসি-র প্রাক বোর্ড পরীক্ষা নয়’, প্রাক বোর্ড পরীক্ষা করা যেতে পারে মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে। সিলেবাস শেষ না হলে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, জানাল আইসিএসই কাউন্সিল । ইতিমধ্যেই সিবিএসই দ্বিতীয় সিমেস্টারের দিন ঘোষণা করেছে।

Loading