শান্তি রায়চৌধুরী: উত্তরপ্রদেশে যোগী রাজ্যে মুসলিম মহিলারা সুরক্ষিত, কানপুরে ভোটের প্রচারে এসে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় ৫৫টি আসনে নির্বাচন চলাকালীন এদিন কানপুরে নির্বাচনি সভা করেন তিনি। নিজের বক্তব্যে তিনি মুসলিম মহিলাদের প্রসঙ্গ টেনে আনেন। মোদির দাবি, বিজেপি শাসনে উত্তরপ্রদেশের মুসলিম মেয়েরা সুরক্ষিত । বিজেপি জমানায় রাজ্যের বহু মুসলিম মেয়ে এখন স্কুল-কলেজে যাচ্ছেন। সেইসঙ্গে তিনি বলেন, মুসলিম মহিলাদের উন্নয়নে জোর দিচ্ছে বিজেপি সরকার।