শান্তি রায়চৌধুরী: দেশজুড়ে করোনার থাবায় বিপর্যস্ত সারাদেশ। গত একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১ লাখ ৮০ হাজার। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার নতুন নির্দেশিকা জানিয়ে দিল কেন্দ্র। এই নতুন নির্দেশিকায় বলা হচ্ছে –

**বয়স্ক এবং কোমর্বিডিটি যাদের আছে, তাঁরা করোনা রোগীর সংস্পর্শে এলে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে।

**পাশাপাশি শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা কিংবা মুখের স্বাদ চলে গেলে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।

*এছাড়া যদি বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা থাকে তাহলে করোনা টেস্ট বাধ্যতামূলক। শুধুমাত্র যারা হোম আইসোলেশনের নিয়ম মেনে বাড়িতে থাকছেন কিংবা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না তাঁদের করোনা টেস্ট করাতে হবেনা। হাসপাতাল থেকে যদি কোন করোনা রোগী ছাড়া পায়, তাঁকেও করোনা টেস্ট করাতে হবেনা।

**এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেও করোনা টেস্ট নিষ্প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের এই নতুন নির্দেশিকা এবার থেকে অনুসরণ করা হবে বলে জানা গেছে।

Loading