নিজস্ব প্রতিনিধি – বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর অর্থনৈতিক সংকটে পড়ে বাড়তি কাজ হিসেবে ট্যাক্সি চালিয়েছিলেন তিনি। রবিবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘রাশিয়া: নিউ হিস্টরি’ নামে একটি ডকুমেন্টারির অংশ প্রচারিত হয়েছে রবিবার। সেখানে পুতিন ট্যাক্সি চালানোর কথা বলেছেন। সোভিয়েত পতনের পরের কঠিন অর্থনৈতিক সময়ে কীভাবে তিনি ব্যক্তিগতভাবে প্রভাবিত হয়েছিলেন তা এই প্রথমবারের মতো বললেন পুতিন।
তিনি বলেন, আমি কিছুসময় মুনলাইট (দ্বিতীয় কোনো কাজ) করতে বাধ্য হতাম। আমি ট্যাক্সি চালাতাম। এই বিষয়ে কথা বলা অপ্রীতিকর। কিন্তু এটা আসলে হয়েছে।
175 total views, 4 views today