নিজস্ব প্রতিনিধি – ওমিক্রণ দক্ষিণ আফ্রিকার তুলনায় ইংল্যান্ডে বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এবং ক্রিসমাসের মধ্যেই দিনে ৬০ হাজার জন করে ওমিক্রনে আক্রান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের মহামারীবিদ জন এডমন্ডস এই হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের আয়োজিত একটি ওয়েবিনারে বক্তব্য রাখা লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনে কর্মরত এডমন্ডসের উদ্ধৃতি দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া সংখ্যার চেয়েও বেশি ওমিক্রন রোগী রয়েছেন।
এডমন্ডস ওমিক্রনকে একটি ‘খুবই গুরুতর ধাক্কা’ বলে অভিহিত করেছেন এবং জনসংখ্যাকে যত দ্রুত সম্ভব বুস্টার ডোজ টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।