নিজস্ব প্রতিনিধি – কর্ণাটকে ওমিক্রন রোগীর সংস্পর্শে আসা পাঁচজনের কভিড টেস্ট পজিটিভ এসেছে। কর্ণাটক রাজ্য সরকার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাজ্যে নতুন কভিড ধরনের প্রথম দুইজন রোগী পাওয়া গেছে। উভয় রোগীকে আলাদা করা হয়েছে এবং তাদের নমুনা জিনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কর্ণাটক রাজ্য সরকার বলেছে, অত্যন্ত সংক্রামক এ নতুন ধরন নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই ভারতে এ ধরন শনাক্ত হলো।
109 total views, 2 views today