শান্তি রায়চৌধুরী : ২০১৩ সালের পর কোনো আইসিসির টুর্নামেন্টে সেমিফাইনালের আগে বাদ পড়ল। তা-ও এমন এক টুর্নামেন্টে, যেখানে ভারত গেছে সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে। এমন বিদায়ের পর ভারতের সংবাদমাধ্যমে অধিনায়ক বিরাট কোহলি, সিনিয়র ব্যাটসম্যান রোহিত শর্মা কিংবা ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর সমালোচনা হওয়ারই কথা। তবে এবার ভারতের সংবাদমাধ্যমে সমালোচনার সুর কিছুটা পরিমিতই!
ভারতের গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যম গুলোতে উঠে এসেছে কোহলিদের নিয়ে বিদায়ের বেদনা। ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনামে লিখেছে, ‘শুধু প্রার্থনায় কাজ হয় না’। দ্য হিন্দু তাদের শিরোনামে লিখেছে, ‘কোহলি-শাস্ত্রী যুগের শেষ’।