নিজস্ব প্রতিনিধি -**২০০৫ সালের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন ক্লাবের সহ সভাপতি। সুব্রত মুখোপাধ্য়ায়ের প্রয়াণে ক্লাব প্রাঙ্গনেও হঠাৎ নেমে আসে অন্ধকার। অর্ধনমিত রাখা হল ক্লাবের পতাকা। করা হল ফুলের মালায় শ্রদ্ধাজ্ঞাপন, স্মরণ।
**ভাইফোঁটায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লিখেছেন, ‘ভাই-বোনের এই বন্ধন উৎসাহভরে এবং ভালবাসার সঙ্গে উদযাপিত হোক।’
**উনি রাজনীতিতে সবার অভিভাবক ছিলেন। মজা করে ওঁকে বলতাম দ্য গ্র্যান্ড ফাদার অফ বেঙ্গল পলিটিক্স।” আজ শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এভাবেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রশংসা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
**বাংলাদেশের বিডিআর-কে দীপাবলীর শুভেচ্ছা, ফুল-মিষ্টি উপহার ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর। এভাবে আলোর উৎসবে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিল ভারতীয় আধাসেনা।
**দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের হাতে গ্রেফতার এক মাদক কারবারি। পুলিশ সূত্রে খবর, ধৃত মনিরুল শেখ নদিয়ার বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে, ৫০০ গ্রাম হেরোইন।
**ভাইফোঁটার দিন সকালে কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনার বলি ১। শনিবার দুর্ঘটনাটি ঘটে হাইল্যান্ড পার্কের কাছে।
এদিন গড়িয়া থেকে বাগবাজারগামী একটি বাস দ্রুতগতিতে যাচ্ছিল। হাইল্যান্ড পার্কের কাছে বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা স্কুটারে ধাক্কা মারে। স্কুটার চালক ছিটকে পড়ে যান। এরপর তাঁর ওপর দিয়ে বাস চালিয়ে চলে যান চালক। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।