নিজস্ব প্রতিনিধি – ২০৭০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনাসহ পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী চীন। এরপর ইইউ এবং তারপর বিশ্বের অন্যতম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ ভারত। গ্লাসগোতে চলা সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার ও ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার পরিকল্পনায় বসেছেন বিশ্ব নেতারা।
119 total views, 4 views today