নিজস্ব প্রতিনিধি – সৌদি আরবে সিনেমার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আরও সিনেমা হল নির্মাণের পরিকল্পনা করেছে সৌদি আরব। বৃহস্পতিবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনে এই পরিকল্পনা জানায় সংশ্লিষ্টরা।

অবশ্য সৌদি আরবে সিনেমা থেকে রাজস্ব আদায়ের হার ২০২০ সালে আগের বছরের তুলনায় ৭১ দশমিক পাঁচ শতাংশ কমে গেছে বলে সম্প্রতি মিডিয়া ও টেক রিসার্চ ফার্ম অমদিয়া জানিয়েছে। মাজিদ আল-ফুত্তাইম গ্রুপের সিইও ইগনেস লাহাউদ অমদিয়াকে জানান, সৌদি আরবে সিনেমার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। মাজিদ আল-ফুত্তাইম গ্রুপই ওই অঞ্চলে চলচ্চিত্রের প্ল্যাটফর্ম ভক্স সিনেমার তত্ত্বাবধায়ন করে।  তিনি বলেন, করোনা মহামারির প্রভাব বিশ্বের সব দেশের মতো এখানেও পড়েছে। কিন্তু তারপরও লোকে সিনেমা দেখছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ভেনম কিংবা জেমস বন্ডের নতুন সিনেমাগুলো মহামারির আগের সময়ের মতোই দর্শক টানতে পেরেছে।

Loading