নিজস্ব প্রতিনিধি – ভারতের ঝাড়খণ্ডের এক ব্যক্তি মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলা মহাকালেশ্বর মন্দিরে ১৭ লাখ টাকার স্বর্ণের গয়না দান করেছেন। মন্দির সূত্রের খবরে বলা হয়েছে, নিজের স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্যই এত দামের গয়না দান করেছেন ওই ব্যক্তি।ওই ব্যক্তির স্ত্রী নাম রেশমি প্রভা, যিনি বেশকিছু দিন আগে মারা যান।