নিজস্ব প্রতিনিধি – কখনও তিনি ব্যাটারদের সঙ্গে, কখনও বোলারদের পাশে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর পদে নিযুক্ত হওয়ার পর থেকেই মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে পাওয়া যাচ্ছে নতুন ভূমিকায়। শুক্রবার তার আরও একটি রূপ দেখে নিল ক্রিকেটবিশ্ব। এবার তিনি থ্রো-ডাউন বিশেষজ্ঞ হিসেবে দেখা দিলেন। এমনিতে ভারতীয় দলে থ্রো-ডাউন বিশেষজ্ঞ হিসেবে দেখা যায় বাঙালি দয়ানন্দ গরানীকে। কিন্তু শুক্রবারের অনুশীলনে সেই দায়িত্ব পালন করতে দেখা গেল ধোনিকে। ব্যাটাররা যাতে ভাল করে প্রস্তুতি নিতে পারেন, তার জন্য নেটে একের পর এক থ্রো-ডাউন দিয়ে গেলেন তিনি। উইকেটের কিছুটা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলেন কোচ রবি শাস্ত্রী এবং বোলিং কোচ ভরত অরুণ। ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও। আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে ভারত। এই ম্যাচের আগে প্রস্তুতিতে কোনও কমতি রাখতে চাইছে না তারা। চূড়ান্ত একাদশ বেছে নেওয়ার ভাবনা এখন থেকেই শুরু হয়ে গেছে।