নিজস্ব প্রতিনিধি – বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ হারে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই বৃদ্ধির ফলে ডিএ-র হার ২৮ শতাংশ থেকে বেড়ে ৩১ শতাংশ হল। এর ফলে উপকৃত হবেন প্রায় ৪৭.১৪ লক্ষ কর্মচারী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভোগী।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতি বছর দুবার কর্মী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি হয়। ২০২০-তে করোনা মহামারির কারণে ডিএ বৃদ্ধি সাময়িকভাবে স্থগিত রাখা হয়। গত জুলাইয়ে ডিএ বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়। সেইসময় ১৭ শতাংশ ডিএ দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

Loading