বাংলাদেশের কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার কথা স্বীকার করেছেন আটক ইকবাল হোসেন। শুক্রবার বিকালে ইকবালকে কুমিল্লা পুলিশ লাইন্সে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও পুলিশকে জানিয়েছেন ইকবাল। তবে কার নির্দেশে এই কাজ করেছেন, তা এখনও জানাননি। গ্রেফতারের পর থেকেই ইকবাল অসংলগ্ন আচরণ করছেন।
৩০ বছর বয়সী ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্করপুকুর এলাকার নূর আহম্মদ আলমের ছেলে। ইকবালের মায়ের নাম বিবি আমেনা বেগম। তিনি জানান, তার ৩ ছেলে ও ২ মেয়ে। ইকবাল সবার বড়। ১৯৯০ সালের ৬ আগস্ট তার জন্ম।
এর আগে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয় ইকবাল হোসেনকে। পরে আজ শুক্রবার দুপুরের দিকে কুমিল্লা পুলিশ লাইন্সে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।
সূত্র – বিডি প্রতিদিন