নিজস্ব প্রতিনিধি – অক্টোবরের তৃতীয় সপ্তাহেও টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চল। । এর সঙ্গে যোগ হয়েছে আরব সাগর আর বঙ্গোপসাগরে তৈরি হওয়া পর পর নিম্নচাপ।সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ড আর কেরালায়। মঙ্গলবার উত্তরাখণ্ড থেকে আটকে পড়া ১০ জন বাঙালি পর্যটককে উদ্ধার করা হয়েছে। প্রবল বৃষ্টিতে কালচানাথে আটকে পড়ে ওই পর্যটকরা। গেলো রবিবার থেকে টানা তিনদিনের বৃষ্টিতে উত্তরাখণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সকালের ভূমিধসে বিধ্বস্ত হয়ে পড়ে নৈনিতাল জেলার রামগড়ের একটি গ্রাম। রাজ্যের ডিজিপি অশোককুমার সংবাদমাধ্যমে বলেছেন, ধসের কারণে মাটি চাপা পড়ে মৃতের সংখ্যা বাড়তে পারে।

Loading