নিজস্ব প্রতিনিধি – মরুভূমিতে ‘ভূতের মতো’ হেঁটে বেড়াচ্ছেন প্রায় ২০০ জন নারী-পুরুষ। তাদের কারও শরীরে কোনো পোশাক নেই। শরীরে সাদা রং মেখে হাঁটেন তারা। আর সেই দৃশ্য ফ্রেমবন্দী করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত আলোকচিত্রী স্পেন্সার টিউনিক। সোমবার (১৮ অক্টোবর) সিএনএন ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরের মরুভূতিতে এই ফটোশুট করা হয়। এখান থেকে ডেড সি ভালোভাবেই দেখা যায়। ডেড সি বা মৃত সাগরের দ্রুত অবনতির অবস্থা তুলে ধরা, সচেতনতা বৃদ্ধি এবং ডেড সি জাদুঘর প্রতিষ্ঠা করার আন্দোলনের অংশ হিসেবেই এই ফটোশুট করেছেন বলে দাবি করেন স্পেন্সার টিউনিক। ওই ফটোশুটে অংশ নেওয়া নারী-পুরুষদের বয়স ১৯ থেকে ৭০ বছর। আলোকচিত্রী স্পেন্সার টিউনিক বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ের কারণে প্রায় ধ্বংস হতে বসেছে ডেড সি। ২০১১ সালে এ বিষয়ে আমি আরেকবার সচেতনতা সৃষ্টি করতে চেয়েছিলাম। ১০ বছর পর আবার করতে চাইছি। উদ্দেশ্য একটাই যে, ডেড সি বাঁচাতে সচেতনতা সৃষ্টি।

Loading