নিজস্ব প্রতিনিধি – দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার পরিবার তার ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ নেলসনের সম্মানে নির্মিত একটি স্মারক বাগানে প্রদান করা হবে বলে জানা গেছে।  নেলসনের ব্যবহৃত প্রায় ১০০ জিনিসপত্র নিলামে তোলা হবে। এর মধ্যে রয়েছে রঙিন প্যাটার্নযুক্ত মাদিবা শার্ট, যা তিনি অনুষ্ঠানে পরতেন। এটি পরেই তিনি ১৯৯৮ এবং ২০০৩ সালে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেছিলেন। নিউইয়র্ক ভিত্তিক নিলাম হাউস গার্নসির সভাপতি আরলান এটিংগার জানান, ১১ ডিসেম্বর সরাসরি ও অনলাইনে নিলামের আয়োজন করা হবে।

Loading