নিজস্ব প্রতিনিধি – আফগানিস্তান থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেওয়া নারী ফুটবল দল ও তাদের পরিবারের সদস্যদের আশ্রয় দেবে যুক্তরাজ্য। বিবিসির প্রতিবেদনের তথ্যমতে, কাবুল থেকে গতমাসে ৩৫ সদস্যের নারী ফুটবল দল পালিয়ে পাকিস্তানের একটি হোটেলে আশ্রয় নেয়। দলের সদস্যদের বয়স ১৩ থেকে ১৯ বছর। আগামীকাল সোমবার তাদের সবার ভিসার মেয়াদ শেষ হবে। যুক্তরাজ্য সরকারের মুখপাত্র বলেন, ‘আমরা আফগানিস্তানের নারী ফুটবল দলের সদস্যদের ভিসা নিয়ে কাজ করছি। আশা করি খুব শিগগিরই তাদেরকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পারবো।’ অন্য কোনো দেশ আশ্রয় না দিলে ফুটবল দলের সব সদস্যদের আফগানিস্তানে ফিরে আসতে হবে। আফগানিস্তান থেকে ফুটবল দলকে পালাতে সহায়তা করা রোকিট ফাউন্ডেশনের সিইও সিউ আনি মারি গিল বলেন, ‘এটি একটি অনেক ভালো সংবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতী প্যাটেলের কাছে এই মেয়েদের আশ্রয় দেওয়ার জন্যে আমরা কৃতজ্ঞ।’ আফগানিস্তানের নারী ফুটবল দলকে যুক্তরাজ্যে সহযোগিতার জন্য আশ্বাস দিয়েছে ফুটবল ক্লাব লিডস ইউনাইটেড ও চেলসি।