নিজস্ব প্রতিনিধি – বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত ফেসবুক। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভাজন সৃষ্টি, শিশুদের ক্ষতি করা, নিরাপত্তার চেয়ে লাভের দিকে বেশি নজর দেওয়া ও গণতন্ত্র দুর্বল করাসহ নানা অভিযোগ উঠেছে। মার্কিন সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’ এর সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের একটি ছবি প্রকাশ করা হয়েছে। তবে সেটিতে জাকারবার্গকে ফোকাস না করে বরং তার চেহারার ওপর একটি অ্যাপের চিত্রকে বেশি প্রাধান্য দিয়েছে ম্যাগাজিনটি। যেখানে দেখা যাচ্ছে জাকারবার্গের মুখের ওপর ‘ডিলিট ফেসবুক’লেখা আইকন। আর সেখানেই দুটি অপশন- একটি ‘ক্যান্সেল’ আরেকটি ‘ডিলিট। জানা যায়, শুক্রবার টাইম ম্যাগাজিন তাদের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে ওই ছবি পোস্ট করে।

Loading