নিজস্ব প্রতিনিধি – মোদি সরকারের দেশের  সম্পদ বেসরকারি  সংস্থার হাতে তুলে দেয়ার প্রতিবাদ জানাচ্ছে সর্বভারতীয় শ্রমিক সংগঠন গুলি। ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে  বিক্ষোভের ডাক দিল সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলো। সি টু আই এন টি ইউ সি সহ দেশের দশটি সর্বভারতীয় শ্রমিক সংগঠন একযোগে বিবৃতি জারি করে জানিয়েছে, আগামী ৭ অক্টোবর এই ইস্যুতে জেলায় জেলায় বিক্ষোভ ধরনা পালন করা হবে। পরবর্তী ক্ষেত্রে উল্লিখিত এজেন্ডায় জাতীয় সমাবেশেরও ডাক দেবে দেশের শ্রমিক সংগঠন গুলি। এই পরিস্থিতিতে দেশের সম্পদ রক্ষা করতে ‘মিশন ইন্ডিয়া’ কর্ম সূচিকে সামনে রেখে ই আন্দোলনের প্রস্তুতি নেবে সংগঠনগুলো।

Loading