নিজস্ব প্রতিনিধি – আগামী পয়লা অক্টোবর থেকে স্কুল পড়ুয়াদেরও আধার নথিভুক্ত করবে রাজ্য সরকার। ঐ দিন থেকে তার জন্য পাইলট প্রজেক্ট শুরু করছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের এই আধার নথিভুক্তকরণ এর কাজ করা হবে।
তবে নথিভুক্তিকরণ কি কারনে হচ্ছে তা নির্দিষ্টভাবে নির্দেশিকায় বলা না হলেও প্রাথমিক ভাবে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্যই এই নথিভুক্তকরণ বলেই মনে করা হচ্ছে।
নবান্ন সূত্রে বলা হয়েছে, এই পাইলট প্রকল্প পূজোর আগে শুরু করা হলেও পুজোর পরেও এই পাইলট প্রকল্প চলবে ।
ইতিমধ্যেই বিভিন্ন জেলার জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকরা প্রধান শিক্ষকদের এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ও পাঠাতে শুরু করেছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।