শান্তি রায়চৌধুরী :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব  স্মারক উপহার পেয়ে থাকেন, সেই সমস্ত উপহার  ই-নিলামে তুলেছিল প্রধানমন্ত্রীর দফতর। আপাতত সেই নিলামে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার জ্যাভলিনের দর উঠেছে ১০ কোটি টাকা। নির্লজ্জের মত বক্সার লভলিন আর গ্লাসের দাম ১০ কোটি টাকা উঠেছে। যার বেস্ট প্রাইস ছিল ৮০ লক্ষ টাকা। অলিম্পিক বিজয়ী সকলেরই ক্রীড়া সরঞ্জাম এর নিলাম করা হয়। একদিনের মধ্যেই প্রায় প্রত্যেক অলিম্পিয়ানের সরঞ্জামের দাম অবিশ্বাস্য রকম ভাবে বেড়েছে। নিলাম চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এছাড়া পি ভি সিন্ধুর ব্যাডমিন্টন কিটের দাম উঠেছে ৯ কোটি টাকা। যার বেস্ট প্রাইস ছিল ৮০ লক্ষ টাকা। অন্যদিকে সোনাজয়ী প্যারা অলিম্পিকে অংশ নেয়া সুমিত আন্টিলের জ্যাভলিনের ও আকাশছোঁয়া দাম উঠেছে।বেস্ট প্রাইস ১ কোটি টাকা থেকে নিলামে তার দাম উঠেছে ৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার টাকা।

Loading