নিজস্ব প্রতিনিধি – শুধু বলিউড তারকা নন, পাতৌদির নবাব সাইফ আলি খান। ব্যক্তিগত জীবনে দুটো বিয়ে করেছেন। আর তিনি কি না নিজের চার ছেলেমেয়ের বিয়ের খরচ নিয়ে চিন্তিত! সাইফ আলী খান বংশগতভাবে নবাব। অন্যদিকে বলিউডে কাজের মাধ্যমে অঢেল সম্পদ ও খ্যাতি অর্জন করেছেন। অথচ সেই সাইফ কিনা ছেলে-মেয়েদের বিয়ের খরচ নিয়ে চিন্তিত! কেবল চিন্তিত নন, রীতিমতো ভয়ও পাচ্ছেন। একই প্রসঙ্গে সাইফ জানান, তিনি যখন কারিনাকে বিয়ে করেছিলেন, তখন তারও পরিকল্পনা ছিল স্বল্প খরচে পারিবারিক আয়োজনে বিয়ে করার। কিন্তু কাপুর পরিবারেই অন্তত ২০০ জন সদস্য! যার ফলে বিয়েটা অনেক ব্যয়সাপেক্ষ হয়ে যায়। সাইফ আলি খান বলেন, ‘খরুচে বিয়েকে আমি খুব ভয় করি। আমার চার সন্তান, আমি ভীত।’ সাইফ আলি খানের চার সন্তান। কারিনা কাপুরের ঘরে দুই সন্তান তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান এবং বিচ্ছেদপ্রাপ্ত অমৃতা সিংয়ের ঘরে দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। সাইফ বলেন, ‘অনেক খরচ করে বিয়ের কথা উঠলেই আমার ভয় লাগে। কারণ আমার ৪ ছেলে-মেয়ে। ওদের বিয়ের খরচের কথা ভাবলেই চিন্তা হয়।’

Loading