ধৃতিমান বড়ুয়া (বিশেষ প্রতিনিধি) – আফগান বাহিনীকে পরাজিত করে কাবুল দখলের পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে। শত শত আফগান পরিবার যারা কাবুল পার্কে গরমের মধ্যে অস্থায়ী শিবির বানিয়েছে, খাদ্যের জন্য ভিক্ষায় নেমেছে তারা। অসহায় এই পরিবারগুলোর কাছে নগদ কোনো অর্থ নেই যে তারা বাড়ি ফিরে যাবে। শুক্রবার এক সরেজমিন প্রতিবেদনে এ খবর জানিয়েছে আলজাজিরা। দেশত্যাগের জন্য বিমানবন্দরে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ, ওই সময়ে অনেকটা নিরুপায় হয়ে প্রাণের মায়া ছেড়ে দিয়েছে বাস্তুচ্যুত এসব আফগান পরিবার। তারা পালানোর চেষ্টা না করলেও নিজেদের বাড়িতে থাকা নিরাপদ মনে করেনি। আর নিরাপত্তাহীনতার কারণেই বাড়িঘর ছেড়ে তারা আশ্রয় নিয়েছে পার্ক কিংবা এ রকম কয়েকটি জায়গায়। যদিও এখানে নিরাপদ কি-না, তা তারা জানেন না।

উত্তর আফগানিস্তান থেকে বাস্তুচ্যুত আহমেদ ওয়াসিম জানান, পার্কে যারা আছেন তারা আশা করছেন কেন্দ্রীয় সরকার তাদের প্রতি দয়া করবে, মনোযোগ দেবে। তিনি বলেন, ‘আমরা একটি খোলা মাঠে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছি।’ এ পরিপ্রেক্ষিতে তালেবানের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা পার্ক এবং বিমানবন্দরে অবস্থানরত জনগণকে খাবার সরবরাহ করতে নারাজ। মুখপাত্র বলেন, ‘কারণ, এটি আরও বেশি জনসমাগম ঘটাবে। তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত।এ বিষয়ে বিবিসি এক প্রতিবেদনের জানিয়েছে, তালেবান ক্ষমতা দখলের র থেকে অন্তত সাড়ে পাঁচ লাখ আফগান বাস্তুচ্যুত হয়েছেন।

Loading