নিজস্ব প্রতিনিধি – যুক্তরাষ্ট্রের এমারসন জরিপ বলছে ভোটারদের জিজ্ঞেস করা হয় ২০২৪ সালে ট্রাম্প ও বাইডেন দুজনেই মনোনীত হলে কাকে ভোট দেবেন। জবাবে ট্রাম্পের পক্ষেই সায় পড়ে মাত্র ১ শতাংশ বেশি। গত ৩০ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পরিচালিত এ জরিপে ট্রাম্পের পক্ষে সমর্থন মেলে ৪৭ শতাংশ। ৬০ শতাংশ ডেমোক্রেট বাইডেনকে দেখতে চান ২০২৪ সালের নির্বাচনেও। আর ৬৭ শতাংশ রিপাবলিকান চান ট্রাম্পকেই। ৩৯ শতাংশ ডেমোক্রেট বাইডেনের পরিবর্তে অন্যকে প্রেসিডেন্ট প্রার্থী দেখার ইচ্ছা পোষণ করেন। আর রিপাবলিকানরা ট্রাম্পের বদলে গভর্নর রন ডেসান্তিস, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ ৭ জন বিকল্প প্রার্থীকে বিবেচনা করছে। পরিসংখ্যানে দেখা গেছে বাইডেনের জনপ্রিয়তা কমছে। যুক্তরাষ্ট্রে কোভিড পরিস্থিতি, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, বাইডেনের শারীরিক অবস্থা বিবেচনায় এসেছে। জরিপে রিপাবলিকানদের মধ্যে থেকে ট্রাম্পের বিকল্প হিসেবে রন ডেসান্তিস ৩২ ও মাইক পেন্স ২৪ শতাংশ সমর্থন পান। এছাড়া জরিপে উত্তরদাতাদের ৪৯ শতাংশ মনে করেন আফগানিস্তান যুদ্ধে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অধিক জবাবদিহিতার মধ্যে ছিলেন। এক্ষেত্রে বাইডেন ২৪ ও বারাক ওবামা ১৮ শতাংশ সমর্থন পেয়েছেন। ১০ শতাংশ মনে করেন ট্রাম্পের অবস্থান আফগানিস্তান প্রশ্নে সঠিক ছিল।

Loading