নিজস্ব প্রতিনিধি – যুক্তরাষ্ট্র হলো নেকড়ে, মাঝে মধ্যে শেয়ালের ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। পরমাণু ইস্যুতে আলোচনার জন্য ভিয়েনা সফরে যাওয়ার আগে বাইডেনকে ‘শিকারি নেকড়ে’ অ্যাখা দেন তিনি। গত শুক্রবার (২৭ আগস্ট) কাবুল বিমানবন্দরের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করেন খামেনি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জন্যই এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। খামেনি বলেন, আফগানিস্তানের এসব সংকট যুক্তরাষ্ট্রের সৃষ্টি, যারা দেশটিকে ২০ বছর ধরে দখলে রেখেছে ও আফগানদের ওপর নানা ধরনের জুলুম চাপিয়ে দিয়েছে। আফগানিস্তানের অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র গত ২০ বছরে একটি পদক্ষেপও নেয়নি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র হলো নেকড়ে, মাঝে মধ্যে শেয়ালের ভূমিকা রাখে। এর অন্যতম উদাহরণ হলো, আফগানিস্তানের বর্তমান চিত্র। ট্রাম্পের সঙ্গে বাইডেনের কোনো পার্থক্য নেই। তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এ প্রসঙ্গে ইরানের নীতির কথা তুলে ধরে খামেনি বলেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছি। কারণ সরকারগুলো অতীতের মতো আসবে আর যাবে কিন্তু আফগানিস্তানের ভূখণ্ডে চিরকাল থাকতে হবে সেখানকার জনগণকে। প্রসঙ্গত, গত ১৫ আগস্ট আশরাফ গণি সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে সশস্ত্র তালেবান গোষ্ঠী। এরপরই দেশ ছাড়তে মরিয়া হয়ে ওঠেছে মার্কিন সেনারা। তালেবানের শর্ত অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে হবে মার্কিন বাহিনীকে।

Loading