নিজস্ব প্রতিনিধি – দিল্লিতে বসল দেশের প্রথম স্মগ টাওয়ার। বায়ু দূষণ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কনট প্লেসে এই স্মগ টাওয়ারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাইও। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে এক হাজার ঘনমিটার বাতাস পরিশুদ্ধ হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, পরিবেশ দূষণ রোধে দেশে প্রথম স্মগ টাওয়ার বসানো হয়েছে। এটি এক কিলোমিটার পরিসরের মধ্যে বাতাস পরিশুদ্ধ রাখবে।

Loading