শান্তি রায়চৌধুরী: কোয়াটার ফাইনাল শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে অতনুদের হারটা ছিল প্রত্যাশিত। কোন অঘটন ই ঘটলো না। তিরন্দাজের দলগত বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ভারত।  অতনু দাস, প্রবীণ যাদব এবং তরুণদীপ রাইরা মাথা তুলে দাঁড়াতেই পারলো না শক্তিশালী কোরিয়ার কাছে। স্ট্রেট সেটেই ভারতকে হারিয়ে সেমিফাইনালে গেল দক্ষিণ কোরিয়া। ভারতের ভরসা এখন শুধুই ব্যক্তিগত বিভাগ। সোমবার সকালে কাজাখস্তানের দলকে ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল  ভারত। সেখানে কোরিয়ার বিরুদ্ধে ০-৬ ব্যবধানে হেরে বিদায় নিল তারা। দ্বিতীয় সেটে ৩০ পয়েন্টের মধ্যে ২৯ পয়েন্ট নিয়ে কিছুটা লড়াইয়ে ফেরার আশা দেখিয়েছিল ভারত। কিন্তু কোরিয়ার দলকে কখনোই ম্যাচে বিপাকে ফেলতে পারেনি ভারত। সহজেই সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া।

Loading