নিজস্ব প্রতিনিধি – করোনার ধাক্কায় বিধ্বস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কমাতে দেশজুড়ে দেড় হাজার অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে। শুক্রবার অক্সিজেন সরবরাহ নিয়ে রিভিউ মিটিংয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে পিএম কেয়ারস তহবিল থেকে এই ১,৫০০টি প্রেসার সুইং অ্যাডসরপশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, পিএসএ অক্সিজেন প্ল্যান্টগুলি একসঙ্গে সক্রিয় হয়ে উঠলে দেশজুড়ে একসঙ্গে ৪ লক্ষ রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। এই প্ল্যান্টগুলি জেলা হাসপাতাল বা বড় সরকারি হাসপাতালে প্রতিষ্ঠা করা হবে। এর তত্ত্বাবধানের দায়িত্ব থাকবে সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওপর। প্রধানমন্ত্রীর নির্দেশ, এই প্ল্যান্টগুলি যত দ্রুত সম্ভব, কার্যকর করতে হবে।
186 total views, 4 views today