নিজস্ব প্রতিনিধি – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার মঙ্গলবার সমবায় মন্ত্রণালয় গঠন করেছে। ভারতের সমবায় আন্দোলনকে সহযোগিতা করতে এই মন্ত্রণালয় সহযোগিতা করবে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় রদবদলের একদিন আগে এই নতুন মন্ত্রণালয় গঠন করা হলো। মন্ত্রিসভা সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই মন্ত্রণালয় গঠন কমিউনিটিভিত্তিক উন্নয়নের অংশীদার হওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকারের অঙ্গীকারের ইঙ্গিত দেয়। নতুন মন্ত্রণালয়ের মন্ত্র হলো সমবায়ের মাধ্যমে উন্নতি। সরকারের পক্ষ থেকে এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশে সমবায় আন্দোলনকে জোরদার করতে এই মন্ত্রণালয় আলাদা প্রশাসন, আইন ও নীতি কাঠামো গড়ে তুলবে। চলতি বছরের বাজেটে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সমবায় মন্ত্রণালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মন্ত্রিসভায় রদবদল ঘোষণা করা হবে। সরকারি সূত্র জানিয়েছে, ভারতের ইতিহাসে এটি হবে সবচেয়ে কমবয়সীদের নিয়ে মন্ত্রিসভা।

Loading