নিজস্ব প্রতিনিধি- ভারত শাসিত কাশ্মীরে তল্লাশি চালিয়ে কয়েক ডজন ‘স্টিকি বোমা’ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ ও আধা সেনা কর্তারা। কারণ, এই ‘স্টিকি বোমা’-এর সাহায্যেই সন্ত্রাসীরা আফগানিস্তানে একের পর এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছে। এবার সেই বোমা কাশ্মীরে পাওয়ার অর্থ, চরমপন্থি সংগঠনগুলো সেখানেও ব্যবহার করতে চাইছে এই ভয়ঙ্কর বোমা। জানা গেছে, স্টিকি বোমার মধ্যে চুম্বক লাগানো থাকে। এতে সহজেই গাড়ির সঙ্গে আটকে যায় এই বোমা। এরপর রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।

সন্ত্রাসীরা কাবুলসহ আফগানিস্তানের অনেক শহরেই এই ভাবে বিস্ফোরণ ঘটিয়ে প্রচুর মানুষকে হত্যা করেছে। কাশ্মীরের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রাজেশ শর্মা ডিডাব্লিউকে বলেছেন, ‘নিঃসন্দেহে এই বোমা নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। ‘ জম্মুর আইজি মুকেশ সিং ডিডাব্লিউকে বলেছেন, ‘তালেবান এই ধরনের বোমা ব্যবহার করে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছি। তাই এখনই বলা সম্ভব নয়, বোমাগুলি কোথা থেকে এসেছে।

Loading