নিজস্ব প্রতিনিধি- ফের ভারত বনধের ডাক দিল কৃষক সংগঠন। দেশের পাঁচটি রাজ্যে নির্বাচনের আগেই ২৬ মার্চ ভারত বনধের ডাক দেন তাঁরা। এর আগে ২০২০ সালে ডিসেম্বর মাসে বনধের ডাক দিয়েছিলেন তাঁরা।

তিনটি কৃষি আইনের প্রতিবাদে প্রায় ১০০ দিনের বেশি সময় ধরে কৃষক সংগঠনগুলি প্রতিবাদে সরব হয়েছে। তারা জানিয়েছেন তাদের সঙ্গে জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৫ মার্চ যোগ দিচ্ছেন কিছু ট্রেড ইউনিয়নও। ইতিমধ্যে ১১ বার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেও ফল হয়নি কিছু। আইন বাতিলের দাবিতেই অনড় রয়েছেন কৃষকেরা।

Loading