কুশল সেন (বিশেষ প্রতিনিধি) – আগামী বছরের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের ৯৭ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। আফগান জনগণকে সহায়তা করতে দ্রুত জরুরি পদক্ষেপ না নিলে অর্থনৈতিক সংকট দেশটিকে গ্রাস করবে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে; ইউএনডিপি সতর্ক করে বলেছে, রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের দ্রুত সমাধান না হলে আফগানদের ৯৭ ভাগ মানুষ ২০২২ সালের মাঝামাঝিতে দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাও একটি প্রতিবেদনে করেছিল।

Loading