নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আজ থেকেই মনোয়ন জমা দেওয়া শুরু। আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভায় ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

Loading