জুলফিকার আলি – দীঘায় হোটেলের ভিতরে ঢুকে হোটেলের মালিক  কে শ্বাস  রোধ করে খুন   করে  পরে মৃত্যু সুনিশ্চিত  করতে গলায় দড়ি স্বজোরে বেধে দেয়.  নিউ দীঘা সুমনের হোটেলের  মালিক  ছিলেন  সুব্রত  সরকার,গত কাল রাতে  তিনি যথা রীতি রাতের  খাবার  খেয়ে রাত 11টার নাগাদ  ঘুরতে যান,সকাল বেলায় হোটেলের  স্টাফ যখন ডাকাডাকি করে তিনি না শুনতেই দীঘা থানার  খবর দেন  পরে পুলিশ  এসে গ দরজা ভেঙে সুব্রত  বাবুর  মৃতদেহ  উদ্ধার  করে।পুলিশ গিয়ে দেখে ঘরের ভেতরের জানলার কাচ ভাঙা আলমারি হাট করে খোলা আর খাটের উপর পড়ে আছে সুব্রত বাবুর মৃতদেহ। কারা এই খুন টা করল তা নিয়ে ধন্দে  পড়েছে পুলিশ  ।সেই  সঙ্গে প্রমান লোপাটের  জন্য  দুষ্কৃতীরা হোটেলের  সি,সি টিভির  হার্ড  ডিক্স  খুলে নিয়ে  যায়।

Loading