শান্তি রায়চৌধুরী :  এশিয়ার গভীরতম হাওড়া মেট্রো স্টেশনের কাজ শেষ পর্যায়। শীঘ্রই শুরু হওয়ার কথা ট্রায়াল রান।এই ট্রায়াল রান যদি সফল হয় তাহলে আগামী ২০২২ সাল থেকেই চালু হওয়ার সম্ভাবনা ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

জেনে রাখুন কিছু তথ্য:

**হাওড়া স্টেশনের মধ্যে এই স্টেশনের দৈর্ঘ্য ১১০ মিটার, চওড়া ৬৫ মিটার এবং গভীরতা ৩৩ মিটার।

**এই স্টেশন থেকে  দুটি টানেল–  ‘রচনা’ এবং ‘প্রেরণা’ গঙ্গার তলা দিয়ে বড়বাজার এলাকায় উঠেছে।

**গঙ্গায়  ১৫ মিটার নীচ দিয়ে চলে যাওয়া  টানেল দুটির  প্রত্যেকটির দৈর্ঘ্য প্রায়  ৫৫০ মিটার।

**যাত্রী সংখ্যা বিবেচনা করে হাওড়া মেট্রো স্টেশনে চারটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

**মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা খুবই ঘটছে। সেদিকে লক্ষ্য রেখে প্লাটফর্ম স্ক্রিনিং ডোর বসানো হয়েছে। ট্রেন স্টেশনে ঢোকার পরই খুলবে এই স্লাইডিং ডোর। তারপরেই যাত্রীরা ওঠানামা করতে পারবেন।

**যাত্রীরা ৩৩টি এস্কেলেটর এবং সাতটি লিফট দিয়ে ওঠানামা করবেন।

** যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ১২টি ফায়ার এক্সিট পয়েন্ট তৈরি করা হয়েছে।

Loading