সৌমিলী

আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আমাদের অজান্তেই কখন যে দেখা যায় প্রেমের একঝলক স্নিগ্ধ আলো আমরা কখনা বুঝতে পারি আবার কখনো বুঝতে পারি না।সময়ের হাত ধরে সবার জীবনেই কখনো না কখনো এইভাবেই আসে প্রেমের ইশারা।এইরকমই একটি মিষ্টি প্রেমের কথা লিখছেন বিশিষ্ট কবি সাহিত্যিক অজয় ভট্টাচার্য।

তৃতীয় পর্ব :-

ও (সুশোভন) একটা বিদেশী ফার্মে চাকরী করে।

বিভিন্ন সময়ে কাজের সূত্রে ওকে নানা জায়গায় গিয়ে  থাকতে হয়।

তখন সৌমিলী খুব একাকিত্ব বোধ করে।

নিস্তরঙ্গ ভাবনায় সৌমিলী কখন ঘুমিয়ে পরে।

ছেলের ডাকে সৌমিলী চোখ মেলে দেখে ঘড়ির কাঁটা এগারোটা ছুঁই ছুঁই।

সুশোভনের এখনও না ফেরা মানে,আজ ও একটা বিনিদ্র রজনী।

সৌমিলী সকাল আটটা কুড়ির পরিবর্তে আটটা পঞ্চাশের ইছামতি লোকালে যাওয়াই স্থির করল।

যথারীতি শিয়ালদা তে সৌমিলী ট্রেনে উঠে দেখলো,

 পুরুষ সহযাত্রীটি জানলার ধারে ওর জন্য জায়গা রেখে দিয়েছে।

জানলার ধারে বসে সৌমিলী স্থিতধী হয়ে সহযাত্রীকে জিজ্ঞাসা করল,”কেমন আছেন?”

“ভালো”।

আপনি ?

সৌমিলী উওরে বলল,”এই চলছে ।”

 চলমান ট্রেনের উদ্দামতায় বাতাসের দুষ্টুমিতে সৌমিলির চুলগুলো এলোমেলো হয়ে অস্থায়ী বেড়াজাল সৃষ্টি করছে ওদের দুজনের মধ্যে।

        সহযাত্রী সৌমিলী কে বলল,” আপনার চুলগুলো অবাধ্য হলেও সুন্দর।”

সৌমিলী সহযাত্রী কে বলল,”বাহ! আপনি তো বেশ সুন্দর কথা বলেন।”

…………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading