নিজস্ব প্রতিনিধি – তৃতীয় ঢেউ আসার আগেই শিশুদের টিকাকরণ শুরু করতে চায় কেন্দ্র। সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের প্রথম দফার করোনা টিকা আসতে চলেছে। জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। আইসিএমআর ও পুণের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)-এর ডিরেক্টর প্রিয়া আব্রাহাম জানান, শিশুদের শরীরে ট্রায়াল কতদূর এগোল সেই বিষয়ে খবর নেওয়া হচ্ছে। ভারত বায়োটেক নতুন ভ্যাকসিন তৈরি করেছে যার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বের ট্রায়াল চলছে। ভারত বায়োটেকের ট্রায়াল পর্ব চলছে শিশুদের ওপর, পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। কলকাতাতেও শুরু হয়েছে ট্রায়াল পর্ব। শিশুদের জন্য দুটি ভ্যাকসিন ছাড়পত্র পাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। প্রথম ধাপে ১২ থেকে ১৮ বছর বয়সী, দ্বিতীয় ধাপে ৬ থেকে ১২ বছর বয়সী, তৃতীয় ধাপে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপর টিকার ট্রায়াল চলছে।