নিজস্ব প্রতিনিধি – সিবি এস ই দশম দ্বাদশ এর পরীক্ষা নিয়ে টানাপোড়েনের মধ্যে বিকল্প মডেল হাজির করল কেন্দ্রীয় বোর্ড সিবিএসই। ২০২২ সালে ক্লাস টেন ক্লাস ও টুয়েলভ এর বোর্ড পরীক্ষা হবে দুই পর্যায়। সিলেবাস অনেক কমিয়ে দেওয়া হয়েছে।
সিবিএসই যা ঠিক করেছে, তা হল-এই বছর নভেম্বরে হবে প্রথম পর্যায়ের পরীক্ষা। ১০ অক্টোবর মধ্যে ওই অনলাইন পরীক্ষার জন্য দিন ঘোষণা করা হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বোর্ডের ওয়েবসাইটে। তবে এই পরীক্ষার আয়োজক হবে স্কুল। খাতা দেখবে তারা। বোর্ড কেবল প্রশ্নপত্র পাঠিয়ে দেবে স্কুল গুলিকে। বিষয়ভিত্তিক এক কথায় উত্তরের প্রশ্ন হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে দেড় ঘন্টা সময়। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ফেব্রুয়ারি-মার্চ মাসে। সেই পরীক্ষায় অবশ্য সবিস্তার উত্তর দিতে হবে। প্র্যাকটিক্যালের নম্বর ও সেই পরীক্ষায় যোগ হবে। প্রথম পর্যায়ের পরীক্ষায় সিলেবাসের ৫০ শতাংশ থেকে প্রশ্ন আসবে। দ্বিতীয় পর্যায়ে বাকি অর্ধেক থেকে প্রশ্ন আসবে। কোন কারনে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নাহলে প্রথম দফায় পরীক্ষার মূল্যায়নে ওপর জোর দেয়া হবে। নভেম্বরেও দেশজুড়ে স্কুল খোলা না গেলে দ্বিতীয় দফার মূল্যায়নে উপর জোর দেয়া হবে।