সাপ্তাহিক রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সাপ্তাহিক রাশিফল – ২৮ ফেব্রুয়ারি – ৬ মার্চ ২০২১
মেষ – শিক্ষায় শুভ ফল। কর্মে প্রতিভার বিকাশ। চিকিৎসায় বিভ্রাট। ব্যবসায় নব প্রচেষ্টা। সাংসারিক বিষয়ে মিশ্র ফল দেখা যায়।
বৃষ – দাম্পত্য কলহ। মানসিক অশান্তি। উচ্চশিক্ষায় বিঘ্ন। শুভ সংবাদে উৎফুল্লতা। বুদ্ধির ভুলে অর্থ নাশ। হিতৈষীর দ্বারা সমস্যার সমাধান।
মিথুন – দেহ পীড়া ভোগ। শুভ অনুষ্ঠানে আনন্দ লাভ। কিছু প্রাপ্তিলাভ দেখা যায়। সন্তানের জন্য দুঃশ্চিন্তা। মানসিক অশান্তির যোগ বিদ্যমান।
কর্কট – প্রতিভার বিকাশ। নিকট বন্ধুর দ্বারা ক্ষতি। ব্যয়বৃদ্ধি। নিকট আত্মীয় বিয়োগ যোগ। সন্তানের পীড়ায় উদ্বেগ। প্রলোভনে প্রতারিত হতে পারেন।
সিংহ – শুভ সংবাদে আনন্দলাভ। দেহে পীড়া যোগ। সংসার বিষয়ে মানসিক অশান্তি। শত্রু ভয়। ভোগ বিষয়ে ব্যয়বৃদ্ধি দেখা যায়।
কন্যা – অভিমান। চক্ষুপীড়া ভোগ। অর্থক্ষতি। কর্মক্ষেত্রে অশান্তি যোগ। সম্পত্তি বিষয়ে ভ্রাতৃ বিরোধ দেখা যায়। পত্নীর মানভঞ্জন।
তুলা – ক্রমোন্নতি। প্রণয়াশক্তি। দেহ পীড়া বৃদ্ধি। কুট বুদ্ধিতে দেহপীড়া দেখা যায়। বন্ধুর সহযোগিতায় সঞ্চয় বৃদ্ধি যোগ দেখা যায়।
বৃশ্চিক – নব প্রচেষ্টায় উন্নতি যোগ। সম্মানহানীর সম্ভাবনা। নীচসংসর্গ। সহানুভূতী। চাকুরীর সুযোগ লাভ।
ধনু – গুণীজনের সঙ্গলাভ। অর্থাভাব দেখা দিতে পারে। অনুতাপ। ভ্রমণ যোগ রয়েছে। ধর্মকাজে উন্নতি যোগ দেখা যায়।
মকর – মনোমালিন্য। দাম্পত্য কলহ। ক্রোধের উদ্বেগ। পত্নীপীড়ায় ব্যয় যোগ। বন্ধু বিরোধ। পরিশ্রম বৃদ্ধি। নবউদ্যোগ।
কুম্ভ – বিদেশ যাত্রার সুযোগ লাভ। গৃহে অগ্নিভয়। রমনীপ্রীতি। বিপর্যয়। ব্যবসায় লাভ যোগ। অপব্যয়। সম্মানহানী।
মীন – অর্থব্যয়। অবসাদ যোগ। উচ্চচাপ যোগ। কাজে সাফল্য লাভ। ধর্ম কাজে আগ্রহ বৃদ্ধি। অসৎ কাজে বিপদে চালিত হবার সম্ভাবনা দেখা যায়।