সাপ্তাহিক রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সাপ্তাহিক রাশিফল ১ আগস্ট –৭ আগস্ট ২০২১
বৃহস্পতির সঙ্গে যদি ভাগ্যপতি যায়
সেই জাতক-জাতিকা ধন, যশ, প্রতিপত্তি পায়
মানব জীবনে আছে পাঁচটি ক্লেশ
অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, আর অভিনিবেশ
মেষ – বন্ধু বৃদ্ধি। শত্রুতা থেকে মুক্তি আশা করা যায়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ। ব্যবসায় চিন্তা বৃদ্ধি। গৃহে সামান্য কারণে মনোমালিন্য। দাম্পত্য কলহে মানসিক অশান্তি ভোগ। স্বাস্থ্য মন্দ দেখা যায়।
বৃষ – প্রতারিত হওয়া থেকে সাবধান। ব্যয়ভার বৃদ্ধি পাবে। কর্মে অমনযোগী। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। সস্ত্রীক তীর্থস্থানে ভ্রমণযোগ। পত্নীর স্বাস্থ্য মন্দ নয়। স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। দন্তপীড়া ও অর্শ রোগ দেখা যায়।
মিথুন – গৃহে শুভ অনুষ্ঠানযোগ। কর্মক্ষেত্রে শুভ ভাব। ব্যবসায় জটিলতা এলেও সমাধান হবে। চুক্তিবদ্ধ হওয়া থেকে সাবধান হন। পুরাতন কোনো সমস্যা সমাধান হওয়ায় আনন্দ লাভ। স্বাস্থ্য মন্দ যাবে না।
কর্কট – অর্থক্ষয়ের সম্ভাবনা থেকে সাবধান হন। বিপদ এড়য়ে চলুন। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে। সতর্ক থাকুন। বিপদে ফেলে দিতে পারে। গৃহে দ্রব্যহানীর যোগ রয়েছে। শান্তিলাভ যোগ দেখা যায়।
সিংহ – কর্মক্ষেত্রে সুনাম অর্জন। সম্মানলাভ যোগ। গৃহে ব্যয়ভাব বৃদ্ধি পাবে। ব্যবসায় শত্রুর দ্বারা পীড়া যোগ। বন্ধুদের সহিত মনোমালিন্য যোগ রয়েছে। প্রেমে বাধা। স্বাস্থ্য মন্দ নয়।
কন্যা – কর্মে শত্রুতা বৃদ্ধি। ভীতি ভাব, ব্যবসায় নানা বাধা দেখা যায়। গৃহে শুভ অনুষ্ঠান যোগ। পত্নীর স্বাস্থ্যহানী। গুরুজনের সহযোগীতা লাভ। নানা কারণে অশান্তি ভোগ। স্বাস্থ্যের প্রতি বিশেষ ভাবে লক্ষ্য লাখা প্রয়োজন।
তুলা – কর্মক্ষেত্রে নানা সমস্যা। ব্যবসায় কিছু গলোযোগ দেখা দিলেও অর্থলাভ যোগ দেখা যায়। প্রেমে সাফল্য লাভ। দাম্পত্য সুখলাভ। বন্ধু সমাগম। গৃহে ব্যয়ভাব বৃদ্ধি ভাব যোগ পরিলক্ষিত।
বৃশ্চিক – কর্মক্ষেত্রে সম্মানবৃদ্ধি। প্রাপ্তি যোগ রয়েছে। ব্যবসায় কিছু বাধা দেখা দিলেও মেজাজ ঠিক রাখুন। সুযোগ আসবেই। গৃহে অশান্তিযোগ পরিলক্ষিত। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। স্বাস্থ্য মন্দ দেখা যায়। সংক্রমিত হওয়া থেকে সাবধান থাকুন।
ধনু – কর্মক্ষেত্রে অশুভ যোগ। সম্মান লাভ। ব্যবসায় নানা যোগাযোগ। শ্রীবৃদ্ধিযোগ পরিলক্ষিত। গৃহে শুভ অনুষ্ঠানযোগ দেখা যায়। দাম্পত্য সুখ লাভ। সন্তানের উন্নতিতে চিন্তা বৃদ্ধি। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখুন।
মকর – কর্মক্ষেত্রে অস্থিরতা দেখা দেবে। ব্যবসায় মনোযোগ দেখা যায়। সম্পদ লাভের সূচনা হবে। কোনো তৃতীয় ব্যক্তির জন্য অযথা ঝামেলা গৃহে দেখা দেবে। দাম্পত্য কলহ থেকে বিরত থাকুন। তা না হলে সম্পর্ক আদালতের দরজায় পৌঁছে যাবে। দেহ পীড়া থেকে সাবধানে থাকুন। আত্মীয় বিয়োগের সম্ভাবনা।
কুম্ভ – দীর্ঘ দিনের কোনো তিক্ত সমস্যা আবার নতুন করে বৃদ্ধি পাবে। মনে ভীতি ভাব। গুরুজনের স্বাস্থ্যের জন্য দুঃখ লাভ। সংসারে সমস্যা বৃদ্ধি পাবে। পত্নির উন্নত বুদ্ধির দ্বারা বেশ কিছু সমস্যার সমাধান। শরীর বিশেষ ভালো যাবে না।
মীন – কর্মক্ষেত্রে সুসংবাদ লাভ। ব্যবসায় শুভ যোগ। মনে প্রফুল্লতা। গৃহে শুভ অনুষ্ঠান যোগ। গৃহে শান্তি লাভ পরিলক্ষিত। শুভ কের্ম সম্মানলাভ যোগ। দীর্ঘ দিনের আশা পূর্ণ হবে। স্বাস্থ্য মন্দ দেখা যায়।